যশোরের অভয়নগরে বাবার অপকর্ম ধামাচাপা দিতে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করলেন মোঃ মাসুদুর রহমান নামের এক গৃহবধূর স্বামী। ঘটনাটি ঘটেছে উপজেলার নওয়াপাড়া সরদার মিল এলাকায়। জানা গেছে, উপজেলার মশরহাটি গ্রামের আবুল হোসেনের মেয়ের সাথে নওয়াপাড়া সরদার মিল এলাকার আবুল খায়ের ভূইয়ার ছেলে মোঃ মাসুদুর রহমানের সাথে প্রায় ১৮ বছর আগে বিয়ে হয়। কাজের সুবাদে ওই গৃহবধূকে বাড়ি রেখে স্বামী মাসুদুর রহমান গত আনুঃ দেড়বছর আগে ঢাকায় চলে যায়। ফলে গৃহবধূ বাড়িতে একা থাকার সুযোগে শ্বশুর আবুল খায়ের ওই গৃহবধূকে প্রায় উক্তাত্ত করতো। ফলে গৃহবধূ বিষয়টি দেবর ননদকে জানান, দেবর-ননদ নিজের পিতাকে নিষেধ করলেও শ্বশুর থামেনি। আস্তে আস্তে শ্বশুরের এমন অপকর্ম এলাকাসহ গৃহবধূর স্বামীর কান পযন্ত পৌছালে কয়েক দফা সালিশ ডাকা হলেও শ্বশুর পালিয়ে থাকায় কোন সুরাহা হয়নি। অন্যদিকে নিজের বাবাকে বাঁচাতে স্বামী মাসুদুর রহমান উল্টো স্ত্রীর বিরুদ্ধে অভয়নগর থানায় একটি চুরির অভিযোগ জমা দিয়েছেন। এব্যাপারে ওই গৃহবধূ অভিযোগ করে বলেন, আমার স্বামী ঢাকায় থাকার সুযোগে আমার শ্বশুর একাধিক বার আমাকে অনৈতিক কাজের প্রস্তাব দিয়ে আসছিলো। এমনকি আমাকে কয়েকবার ধর্ষণ করার চেষ্টাও করেছে। এখন নিজের বাবাকে বাঁচাতে আমার বিরুদ্ধে আমার স্বামী মিথ্যা অপবাদ দিয়ে অভিযোগ করেছে। এব্যাপারে ওই গৃহবধূর স্বামী মোঃ মাসুদুর রহমান বলেন, আমার স্ত্রীর চরিত্র খারাপ আমার টাকা পয়সা চুরি করেছে তার জন্য তার বিরুদ্ধে অভয়নগর থানায় অভিযোগ করেছি। যে কারনে আমার বাবার বিরুদ্ধে এসব কুৎসা রটাচ্ছে। আপনার বোন ভাই এর কাছে আপনার বাবার এসব অপকর্মের বিচার দিয়েছিলো আপনার স্ত্রী এসম্পর্কে আপনি কিছু জানেন, প্রশ্ন করলে তিনি স্বীকার করে বলে বিচার দিয়েছিলো কিন্তু আমি তার স্বামী আমাকে না জানিয়ে বোন ভাই কে কেন জানালো। আমার স্ত্রীর একাধিক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। এব্যাপারে অভয়নগর থানার এসআই রায়হান কবির বলেন অভিযোগের বিষয়ে আজ উভয়ের পক্ষ থেকে মিমাংসা করার চেষ্টা করা হয়েছিলো কিন্তু কোনপ্রকার মিমাংসা হয়নি। তাদের উভয়কে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে পরামর্শ দেওয়া হয়েছে।