শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

ই-পেপার

রাণীনগরে পিকনিকের নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজের ২০ঘন্টা পর কিশোরের লাশ উদ্ধার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৬ অপরাহ্ণ
Screenshot

নওগাঁর রাণীনগরে ছোট যমুনা নদীতে পিকনিকের একটি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজের ২০ঘন্টা পর মো. মাম্পি (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া বেরিবাঁধ এলাকায় নদী থেকে তার লাশটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

এর আগে রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া বেরিবাঁধ এলাকায় নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। নিহত কিশোর মাম্পি বদলগাছী উপজেলার বসন্তপুর গ্রামের মাজেদুলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দোলোয়ার হোসেন। তিনি বলেন, নিখোঁজের ২০ ঘন্টা পর নদী থেকে কিশোর মাম্পির লাশ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, ২৫ থেকে ৩০ জনের একটি দল নওগাঁ জেলার বদলগাছী উপজেলা থেকে নদীপথে একটি নৌকা নিয়ে দুইদিনের জন্য শনিবার নাটোরের পাটুল পিকনিকে যান। সেখানে পিকনিক শেষে রোববার পিকনিকের নৌকায় বাড়ি ফিরছিলেন তারা। পথে রাণীনগর উপজেলার ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া এলাকায় পৌঁছালে দুপুর আড়াইটার দিকে নৌকা থেকে কিশোর মো. মাম্পি নদীতে পড়ে যায়। এ সময় নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি।

সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত স্থানীয় লোকজন, রাণীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও রাজশাহীর একটি ডুবুরি দল নদীতে খোঁজাখুজি করলেও তার কোন সন্ধান মেলেনি। এরপর সোমবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল আবারও নদীতে খোঁজাখুজি করলে বেলা সাড়ে ১১টার দিকে ওই কিশোরের লাশ পাওয়া যায়।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত কিশোরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর