শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

ই-পেপার

রাণীনগরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫২ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে পালশা-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) আনোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ ও আন্দোলনের প্রেক্ষিতে সোমবার বিদ্যালয়টির এডহক কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষক আনোয়ার হোসেনের অপসারণ ও বিচারের দাবিতে লিখিত অভিযোগসহ ক্লাস বর্জন করে বিদ্যালয়ে আন্দোলন করে শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পালশা-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন গত বুধবার বিকেলে একটি বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় এক ছাত্রীকে শ্লীলতাহানী করেছে এমন অভিযোগ উঠে। এর জের ধরে রোববার বিদ্যালয় খোলার পর থেকে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা জোট বদ্ধ হয়ে ওই শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে ক্লাস বর্জন করে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল করতে থাকে। একপর্যায়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরলে পরিস্থিতি সামাল দিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), থানা পুলিশ এবং শিক্ষা কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে বিদ্যালয়ের কমিটি, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রী প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনসহ সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থীতি শান্ত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম বলেন, ওই শিক্ষকের বিচার ও অপসারনের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করে। এরপর ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করে। সোমাবার বিদ্যালয়ের এডহক কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত মোতাবেক শিক্ষক আনোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ে ২০ বছর ধরে সুনামের সহিত শিক্ষকতা করছি। আমার বিরুদ্ধে শ্লীলতাহানীর যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়।

রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শফিউল আলম বলেন, কৃষি শিক্ষক আনোয়ারের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তা তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক বিদ্যালয়ের এডহক কমিটি ও প্রধান শিক্ষক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর