সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

কিশোরগঞ্জ সদর উপজেলার ৯ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ

স্থানীয় সরকার নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলার মোট ১১টি ইউনিয়নের মধ্যে ৯টিতে প্রার্থী দেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে আল ফারুক মিলনায়তনে আয়োজিত ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি বোরহান উদ্দিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা মোশারফ হোসাইন লোকমান, সদর উপজেলার সহকারী সেক্রেটারি মোস্তাকিম বিল্লাহসহ সদর উপজেলার কর্মপরিষদ, শূরা সদস্যবৃন্দ, ইউনিয়ন আমীর, সভাপতি ও শতাধিক দায়িত্বশীল উপস্থিত ছিলেন।
ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন মারিয়া ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলার সভাপতি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন, চৌদ্দশত ইউনিয়নে কিশোরগঞ্জ পৌর জামায়াতের আমীর ও জেলা পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি মাওলানা আব্দুল হক, মহিনন্দ ইউনিয়নে কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নূর উদ্দিন, রশিদাবাদ ইউনিয়নে উপজেলা সেক্রেটারি ও তরুণ সমাজসেবক মোঃ বোরহান উদ্দিন সুমন এবং কর্শাকড়িয়াইল ইউনিয়নে আলহাজ্ব আমীর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু আহমেদ দুলাল।
এছাড়া দানাপাটুলি ইউনিয়নে পার্ক সিটি আবাসন প্রকল্পের এমডি ও টঙ্গী পূর্ব থানাধীন ৪৯নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মোঃ আল আমিন, বৌলাই ইউনিয়নে বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন আমীর মাওলানা উমর ফারুক, মাইজখাপন ইউনিয়নে বিশিষ্ট শ্রমিক নেতা ও ইউনিয়ন আমীর মোঃ তমিজ উদ্দিন এবং বিন্নাটি ইউনিয়নে বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন ভূঁইয়া চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রার্থী ঘোষণার পর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসার ভিত্তিতেই আমাদের প্রার্থীরা নির্বাচন করবে। ইনশাআল্লাহ, জনগণের সহযোগিতা থাকলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা শক্ত অবস্থান গড়ে তুলতে পারব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর