মানিকগঞ্জের দৌলতপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত (২২আগস্ট) একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় দৌলতপুর পূর্বপাড়া আলহাজ্ব আবু বকশ খান কল্যাণ ট্রাস্ট জামে মসজিদের সহ-সভাপতি গোলাম মোস্তফা হিন্দু ধর্ম অবলম্বীদের কীর্তন শুনে আবেগে আপ্লুত হয়ে কান্না’য় ভে’ঙে পড়েছেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মুসলিম সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। ঘটনাটি ইসলামী ভাবমূর্তির সঙ্গে সাং’ঘ’র্ষিক এবং মুসলিমদের হৃদয়ে আ’ঘা’ত করেছে।
এ ঘটনার প্রেক্ষিতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এম এ এম রোকনুজ্জামান খান বুধবার (২৭ আগস্ট) আনুষ্ঠানিকভাবে সহ-সভাপতি গোলাম মোস্তফাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। নোটিশে বলা হয়, কেন তিনি এমন কার্যকলাপে যুক্ত হলেন এবং এর মাধ্যমে ইসলামী মূল্যবোধ ও মসজিদের ভাবমূর্তি ক্ষু’প্ন করলেন, তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।