কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক দিনব্যাপী হাওড় ভ্রমণের আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) পাটুয়াভাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর মারফত আলী দুলালের ব্যবস্থাপনায় এবং সেক্রেটারি মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় এই ভ্রমণ অনুষ্ঠিত হয়।
ভ্রমণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ মসজিদ মিশন কিশোরগঞ্জ জেলা সভাপতি অধ্যাপক মাওলানা এস. এম. ইউসুফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার এবং সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা মাহফুজুর রহমান, হাফেজ মাওলানা রাকিবুল হাসান, রিয়াজুল করিম খসরু, মাওলানা মিনহাজ উদ্দিন, আঃ জলিল, প্রভাষক জাহাঙ্গীর আলম, কামাল উদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা শরীফ উদ্দিন নয়ন, হাজী মস্তফা কামাল, সিদ্দিক হোসেন সহ আরও অনেকে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আল্লাহর সৃষ্ট অপরূপ সৌন্দর্য উপভোগ করা মুমিনদের জন্য একটি ইবাদত স্বরূপ। হাওড় ভ্রমণ আমাদের জন্য আল্লাহর সৃষ্টির গভীরতা ও বৈচিত্র্য উপলব্ধি করতে সাহায্য করে।” তিনি রাসূল (সাঃ)-এর সাহাবী আবু দাহদাহ (রা.)-এর দানকে স্মরণ করে সমাজে দানশীলতার প্রসার এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান।
পাটুয়াভাঙ্গা ৫নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম বলেন, “এই প্রথম হাওড় ভ্রমণে এসেছি। হাওড় পাড়ের মানুষের সংগ্রামী জীবন দেখে আমি মুগ্ধ। এই অভিজ্ঞতা আমাদের জীব বৈচিত্র্য সম্পর্কে জানায় এবং আমাদের মনকে প্রফুল্ল করে তোলে।”
উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ২৮টি গ্রাম থেকে প্রায় ১৫০ জন নেতাকর্মী এই ভ্রমণে অংশগ্রহণ করেন। ভ্রমণটি নিকলী রোটার পুড্ডা থেকে শুরু হয়ে রাতাল গোল ঘোড়াদিগা, মিঠামইন জিরো পয়েন্ট, ক্যান্টনমেন্ট ও সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের বাড়ি পরিদর্শনের মাধ্যমে সম্পন্ন হয়।
ঘোড়াদিগায় গোসল ও জোহরের নামাজের পর মধ্যাহ্নভোজ গ্রহণ করা হয়। মিঠামইনে বিকেলে বেলুন খেলা, বল নিক্ষেপ এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।