সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

রাণীনগরে বিনামূল্যে পুষ্টিচাল বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৯:৫৮ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) এর পুষ্টি চাল বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় কার্ডধারী প্রতিজন দুই বছর যাবৎ প্রতি মাসে ৩০কেজি করে পুষ্টিগুন সমৃদ্ধ চাল পাবেন।

রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নের মোট ২০৫২ জন কার্ডধারী উপকারভোগী এই পুষ্টি চাল পাচ্ছেন। এরমধ্যে সদর ইউনিয়নে ৩০২জন ও অপর ৭টি ইউনিয়নে ২৫০জন করে উপকারভোগীরা বিনামূল্যে এই চাল পাবেন।

বৃহস্পতিবার সকালে সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই পুষ্টিচাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন- রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শাহিনা আক্তার, ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, ট্যাগ কর্মকর্তা ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, সরকার বিনামূল্যে যে পুষ্টিগুন সমৃদ্ধ চাল বিতরণ করছে সেই চালের দাম বাজারে অনেক বেশি। যার কারণে দু:স্থ ও অসহায় মানুষদের এই চাল কিনে খাওয়া অনেক কষ্টসাধ্য। তাই সরকার সেই বিষয়টি বিবেচনা করে এই চাল উপহার হিসেবে প্রদান করছেন। যাদের বিরুদ্ধে এই চাল বাজারে বিক্রি করার অভিযোগ পাওয়া যাবে পরবর্তীতে তাদের এই সুবিধা আর প্রদান করা হবে না। তাই বেশি টাকার আশায় এই চাল বাজারে বিক্রি না করে পরিবারের প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে নিয়মিত এই চালের ভাত খাওয়ার প্রতি অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর