ভুটানের বিপক্ষে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত হ্যাটট্রিক করে বাংলাদেশকে ৪-১ গোলের জয় এনে দিয়েছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের আদিবাসী কন্যা শান্তি মার্ডী।
জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা শান্তি মার্ডি অসাধারণ ছন্দে একাই তিন গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। তার এই সাফল্যে দেশের মানুষের পাশাপাশি আনন্দে মেতে ওঠে নিজ গ্রাম দক্ষিণ পলাশবাড়ী। বিজয়ের আনন্দে গ্রামে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও নাচগানে মুখর পরিবেশ সৃষ্টি হয়। বিজয়ের আলো ছড়িয়ে পড়ে শান্তির পরিবারেও।
এ উপলক্ষে ২৮ আগষ্ট (বৃহস্পতিবার) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবং শান্তি মার্ডীকে সংর্বধনা স্মারক ও ভালো মানের খেলোয়াড় তৈরিতে এবং শান্তি মার্ডীর অনুশীলনে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ফুটবল প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী (শাহিন), ক্রীড়া সংগঠক নাজিরুল ইসলাম নাজিরসহ, স্থানীয় সংবাদকর্মীরা।
পরে শান্তি মার্ডির পরিবারের টেলিভিশন না থাকার বিষয়টি জানাজানি হলে, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিনের পক্ষ থেকে একটি এলইডি টিভি উপহার হিসেবে শান্তির হাতে তুলে দেওয়া হয়।