বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চিকিৎসা সেবা,শিক্ষোপকরণ বিতরণ-সচেতন মূলক সভা করেন ১১ বিজিবি কর্তৃপক্ষ।
বুধবার ( ২৭ আগষ্ট ) সকাল ১১ বিজিবির অধিনস্থ দোছড়ি বিওপি উদ্যোগে আয়োজিত এ মানবিক সহায়তা দেন ১১ বিজিবি।সহায়তার মধ্যে ছিল শিক্ষার্থীদের ব্যাগ-খাতা-কলম,রোগীগের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ এবং স্থানীয় সর্বস্থরের সীমান্তবাসীদের নিয়ে জনসচেতনতামুলক এ কার্যক্রম সম্পন্ন করেন তারা।
এ সময় ২ শত রোগিকে সেবা,সাড়ে ৩ শত শিক্ষার্থীকে শিক্ষোপকরণ বিতরণ করা হয়।
সচেতনামুলক সভায় ১১ বিজিবি অধিনায়ক কায়েস বলেন,বাংলাদেশ সীমান্তে সীমান্তরক্ষীগণ নিজেদের দায়িত্ব পালন করছে নিরলসভাবে। বিশেষ করে রোহিঙ্গা পারাপার,চোরাকারবার রোধ ও সীমান্তে লোকজন যেন না যান তার কঠোর হস্তে দমন করছে বিজিবি।
কিন্তু কিছু লোকজন না বুঝে সীমান্তে গিয়ে মাইন বিষ্ফোরণে আহত হচ্ছে। যে স্থল মাইন গুলো বসিয়েছে মিয়ানমারের একটি বাহিনী। যা তাদের স্বার্থেই বসানো হঘ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিক ইকবালসহ ১১ বিজিবির উর্ধ্বতন কর্মকর্তা।