আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।থানা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের মৃত. মাঈনুদ্দিন শাহ’র ছেলে আ. রশিদ শাহ (৫৫) পারিবারিক কলহের কারণে সোমবার রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরিবারের স্বজনেরা মঙ্গলবার সকালে রশিদের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে জানালে এসআই সুশান্ত কুমার ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ পোষ্টমর্টের জন্য বরিশাল প্রেরন করা হবে বরেও জানান এসআই সুশান্ত।