সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

রাণীনগরে এক নারীর দাপটে ধান চাষ বন্ধ: জমির মালিক হতবম্ভ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে রেশমা বিবি নামের এক নারীর দাপটে জমির মালিক রোপা-আমন  ধান চাষ করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ধান রোপণকে কেন্দ্র করে বাগবিতণ্ডা থেকে মারপিটের ঘটনাও ঘটেছে। এতে ৬৫ বছর বয়সী বর্গা চাষী সামসুজ্জামান সামু রক্তাক্ত জখম হয়ে মুহূর্ষু অবস্থায় দিন কাটাচ্ছে। এ ঘটনায় থানায় ও আদালতে উভয় পক্ষই অভিযোগ ও মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গুয়াতা গ্রামে।
 স্থানীয় সূত্রে জানা যায়, জমি বিরোধে সম্প্রতি গ্রামে একটি মারপিটের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের দু’জন আহত হয়েছে। তারা হলেন সামসুজ্জামান সামু (৬৫) ও রেশমা বিবি (৪০)। জমির মূল মালিক গুয়াতা গ্রামের সালাম হোসেন গত ২৪ সালে একই গ্রামের সামসুজ্জামান সামু’র কাছে জমিটি বিক্রি করেছিল। পরে সামসুজ্জামান ওই জমি পার্শ্ববর্তী দামুয়া গ্রামের রিপনের নিকট বিক্রি করে দেয়। বর্গা চাষের জন্য রিপন সামসুজ্জামানকে জমিটি দেয়। কিন্তু সালামের স্ত্রী রেশমা জমিতে ধান চাষে বাঁধা দিলে মারপিটের ঘটনা ঘটে। অথচ রেশমা বিবি ওই জমির কেউ না!
 স্থানীয়রা আরো জানান, গুয়াতা গ্রামে ২১ সদস্য বিশিষ্ট একটি বিত্তহীন মহিলা সমবায় সমিতি রয়েছে, এ সমিতির চেয়ারম্যান রেশমা বিবি। সম্প্রতি  সরকার পর্যায় থেকে সমিতিতে ৬ মেট্টিকটন চাল বরাদ্দ দেওয়া হয় যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৩ লাখ টাকা। এছাড়া সমিতির উন্নয়ন প্রকল্পের নগদ ২৯ হাজার টাকা সহ সর্বমোট  ৩ লাখ ৭৯ হাজার টাকা আত্মসাৎ করেছে এই রেশমা। ভোক্তভোগী সদস্যদের পক্ষে জাহানারা নামের এক সদস্য রেশমার বিরুদ্ধে স্থানীয় ইউপি পরিষদে একটি লিখিত অভিযোগ করেছে। এ ধরণের নানা অনিয়ম-অপকর্মের সাথে লিপ্ত এই রেশমা।
 মারপিটের এঘটনায় জমির মূল মালিক সালাম হোসেন জানান, আমার ৮ শতক জমি সামসুজ্জানের নিকট গত ২০২৪ সালে বিক্রি করেছি। এই জমি বিক্রি করার কারণে আমার স্ত্রী রেশমা ও ছেলে রিমন  দু’একদিন পর-পরই আমাকে মারপিট করে।  ঘটনার দিন ১৬ আগস্ট আমি স্ত্রী ছেলেকে জমিতে যেতে বারবার নিষেধ করেছি। তারপরও তারা শুনেনি। আমার জমি আমি বিক্রি করেছি, এতে আমার স্ত্রী রেশমা ও ছেলে রিমন বাঁধা দেয়ার কে?
 জমির বর্তমান মালিক রিপন হোসেন জানান, গুয়াতা গ্রামের সামসুজ্জামানের ক্রয়কৃত ৮ শতাংশ ধানী জমি আমি কিনে নিয়েছি। বিদ্যুৎ বিভাগে আমি চাকুরি করি, আমার বর্তমান কর্মস্থল ঢাকা পল্টন এলাকায়। তাই আমার ক্রয়কৃত জমি চাষাবাদের জন্য সামসুজ্জামানকে বর্গা দিয়েছি। চলতি রোপা-আমন মৌসুমে সামসুজ্জামান জমিতে ধান রোপণ করতে গেলে এলাকার দাপটে মহিলা রেশমা বিবি বাধা দেয়। বাগবিতণ্ডার একপর্যায় সামসুজ্জামানকে রেশমার ছেলে রিমন লাঠি দিয়ে মাথায় আঘাত করে জমিতে ফেলে দেয়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে দেয়।
এ ব্যাপারে সামসুজ্জান সামু জানান, সালাম হোসেন তার  ৮ শতক জমি গত ২৪ সালে আমার নিকট বিক্রি করে। পরে সেই জমি রিপন হোসেনের কাছে আমি বিক্রি করি। রিপন ঢাকায় চাকরি করে, তাই জমিটি আমাকে চাষাবাদ করতে দেয়। গত ১৬ আগস্ট সকালে জমিতে ধান রোপণ করতে গেলে সালামের স্ত্রী ও ছেলে আমাকে বাঁধা দিলে বাগবিতণ্ডার মধ্যে রিমন লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে জমির কাঁদা মাটিতে ফেলে মা-ছেলে মিলে বেধড়ক মারপিট করে।
এ বিষয়ে জানতে চাইলে রেশমা বিবি বলেন, আমার স্বামী সালাম হোসেন একজন মানসিক রোগী, সামসুজ্জামান কৌশলে আমার স্বামীর স্বাক্ষর নিয়ে নিজের নামে জমিটি রেজিস্ট্রি করে নিয়েছিল। তাই বাঁধা দিয়েছি!
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, জমি নিয়ে মারপিটের ঘটনায় এক পক্ষ থানায় অভিযোগ দিয়েছে, আরেক পক্ষ এজাহার দায়ের করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর