সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

অভয়নগরে ভূমিদস্যুদের কবল থেকে বাঁচতে অসহায় মোশারফ দ্বারেদ্বারে ঘুরছে

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে ভূমিদস্যুদের কবল থেকে বাঁচতে অসহায় মোশারফ হোসেন(৫৩) নামের এক ব্যক্তি আদালতসহ আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারেদ্বারে ঘুরে বেড়ানোর অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামের মৃত- সভারত শেখের ছেলে মোঃ মোশারফ হোসেন। ৮৩ নং হিদিয়া মৌজার আর এস খতিয়ান নং ২৩৭৩ দাগ নং ৩৯৭৩ নং এর ৪৩ শতাংশ জমির মধ্যে ১৪ শতাংশ জমি গত ১৬/০১/২০২০ ইং তারিখে ৩৮৭/২০ নং দলিল মুলে ক্রয় করে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু ওই জমি উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত কওছার শেখের ছেলে জাহাঙ্গীর শেখ নিজের জমি বলিয়া জোর করে দখল নিতে যায়। ফলে ভুক্তভোগী বিজ্ঞ আদালতে জাহাঙ্গীর শেখসহ ১৫ জনের নাম উল্লেখ করে একটি সি আর মামলা করেন। যার মামলা নং ৫৩৫/২০২৩ রুজু হয়। ওই মামলা তদন্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতে আসামি জাহাঙ্গীরসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত করে ভুক্তভোগী মোশারফ হোসেনের পক্ষে প্রতিবেদন দাখিল করেন। ওই মামলাটি বর্তমান বিচারাধীন রয়েছে। কিন্তু ভূমিদস্যুগণ বিজ্ঞ আদালত থেকে জামিনপ্রাপ্ত হয়ে ভুক্তভোগীকে একাধিকবার হুমকিসহ ওই জমি দখল নেওয়ার পায়তারা করে আসছে। এব্যাপারে স্থানীয় শুভরাড়া ইউনিয়ন পরিষদে একাধিক বার সালিশ মিমাংসা চেষ্টা করেও ভুক্তভোগী ভূমিদস্যুদের হাত থেকে বাঁচতে পারছেনা। বার বার ভূমিদস্যু জাহাঙ্গীরসহ তার লোকজন ওই জমি দখলসহ ভুক্তভোগী মোশারফকে হয়রানি করে আসছে এবং ওই জমি দখল করে নেওয়ার চেষ্টা করছে। ফলে ভুক্তভোগী অসহায় মোশারফ হোসেন সর্বশেষ ন্যায় বিচার চেয়ে অভয়নগর সেনাবাহিনী ক্যাম্পে গত ২৪ আগষ্ট রবিবার একটি লিখিত অভিযোগ করেছেন। এবিষয়ে মোঃ জাহাঙ্গীর শেখের মুঠোফোন ০১৮৪১৮৯১৯৮২ নম্বরে একাধিক বার ফোন করলেও রিসিভ করে কথা না বলায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জরুরি ভাবে ভুক্তভোগীকে হয়রানির হাত থেকে রক্ষা করতে দায়িত্বরত ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর