সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

গজালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিদায় ও বরণ অনুষ্ঠান

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১:২২ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলার ১ নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে এক হৃদয়ছোঁয়া বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাসকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে নবনিযুক্ত প্রশাসনিক কর্মকর্তাকে মংছিং মার্মাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় ইউনিয়ন পরিষদ।
‎সোমবার ( ২৫ আগস্ট) দুপুরে পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‎১ নং গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) উসাচি মার্মা। অনুষ্ঠানে ইউপি সদস্য,সদস্যাবৃন্দ, গ্রাম পুলিশ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী প্রশাসনিক কর্মকর্তাকে পরিতোষ কুমার বিশ্বাসকে পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, উপহার এবং শুভেচ্ছা স্মারক উপহার দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় পরিষদের চেয়ারম্যান তাঁর দক্ষতা, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‎পরিতোষ দাদা ছিলেন একজন দায়িত্বশীল, সৎ ও জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা। ইউনিয়নবাসী তাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
‎পরে নবনিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা মংছিং মার্মাকে বরণ করে নেয় পরিষদের সদস্য ও কর্মকর্তারা। তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর কাছে ইউনিয়নের চলমান উন্নয়ন ও নাগরিক সেবার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সকলে।
‎অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং সকলের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। নবাগত প্রশাসনিক কর্মকর্তা মংছিং মার্মা বলেন, আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। সকলে যেন সহযোগিতা ও দোয়া অব্যাহত রাখেন।
‎‎অনুষ্ঠান শেষে এক আবেগঘন পরিবেশে বিদায়ী ও নবাগত সচিবকে কেন্দ্র করে অংশগ্রহণকারীরা তাঁদের সঙ্গে স্মারক ছবি তোলেন। পরে সবার অংশগ্রহনে দুপুরের মধ্যাহ্ন ভোজে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর