কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভারনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরের নির্বাচিত উপকারভোগীদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
আজ (২৫/০৮/২০২৫ইং) সোমবার উপজেলার নারান্দী ইউনিয়নের ১০৫ জন নির্বাচিত উপকারভোগীদের মধ্যে জুলাই-আগস্ট (দুই) মাসের প্রতিমাসে ৩০ কেজি করে মোট ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার ও দায়িত্বে থাকা ট্যাগ অফিসার স্বপন কুমার দত্ত জানান, উক্ত ইউনিয়নে ১০৫ জন নির্বাচিত উপকারভোগীদের মধ্যে জুলাই-আগস্ট মাসের প্রতিমাসে ৩০ কেজি করে মোট ৬০ কেজি চাল বিতরণ করা হয়। একইভাবে প্রতিমাসে ৩০ কেজি করে ২ বৎসর পর্যন্ত চাল পাবেন নির্বাচিত উপকারভোগীগণ।
চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরের পাকুন্দিয়া উপজেলায় মোট ১২৩৩ জন নির্বাচিত উপকারভোগীদের মধ্যে এই সপ্তাহের মধ্যেই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
এ সময় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা দারিদ্র বিমোচন অফিসার মীর রফিকুল ইসলাম, নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোসলেহ উদ্দিন সহ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এবং ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।