সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

পাকুন্দিয়ার এগারসিন্দুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী শফিকুল ইসলাম মোড়লের গণসংযোগ

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ শফিকুল ইসলাম মোড়ল গণসংযোগ করেছেন।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫খ্রিস্টাব্দ) পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় জনসাধারণের মাঝে গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি এলাকার সাধারণ জনগণের সঙ্গে কৌশল বিনিময় করেন এবং দলীয় প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।
তিনি বলেন, “আল্লাহ যদি সহায় হন, আমি আপনাদের খাদেম হিসেবে কাজ করতে চাই। সমাজে ন্যায়, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠাই আমার অঙ্গীকার।”
এসময় গণসংযোগে অংশ নেন জামায়াতে ইসলামীর এগারোসিন্দুর ইউনিয়নের সভাপতি মাওলানা মোখলেছ উদ্দিন আকন্দ, সেক্রেটারি আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, পাকুন্দিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মোঃ শরিফ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রাণ ও কর্মসংস্থান সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম শান্ত, ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ইমামুল হক প্রত্যয় সহ আবু বাক্কার, মোঃ আলা উদ্দিন, আবু হানিফা, আবুল কাশেম, আশরাফুল আলম, হারুন অর রশিদ, খোকন মিয়া, মাওলানা মনসূর আহমেদ, নুরুল আলম, আবু নাঈম ও বকুল মিয়া প্রমুখ।
এ সময় ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোখলেছ উদ্দিন আকন্দ বলেন, “ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে সমাজ থেকে চাঁদাবাজি, অন্যায় ও জুলুম বিদায় নিতে বাধ্য হবে। এজন্য সৎ, দক্ষ ও চরিত্রবান নেতৃত্ব প্রতিষ্ঠা অপরিহার্য।”
এলাকাবাসীর পক্ষে আশরাফুল আলম বলেন, “আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, এবার ভোট দিব জামায়াতে ইসলামীর প্রার্থীকেই। অতীতে অনেক দলকে সুযোগ দিয়েছি, কিন্তু কেউ সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। তাই এবার সকল শ্রেণির মানুষ এক হয়ে দাঁড়িপাল্লায় ভোট দিব, ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর