মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়া উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদ ১৭০ নং আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দলের ঢাকা (উঃ) অঞ্চল সহকারী পরিচালক সাবেক মানিকগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন প্রতিদিন বাদ ফজর থেকে মধ্যে রাত পর্যন্ত নেতা-কর্মী, সমর্থকদের নিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন। বুধবার দিনব্যাপী মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন এবং আগেরদিন ম্নঙ্গলবার সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের জনসমাগম স্থল, হাট- বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবহন টার্মিনাল ইত্যাদি জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে আগামী নির্বাচনে দাড়িপাল্লা প্রতিকে সমর্থন করার আহবান জানান। এর আগে সোমবার ২-টি উপজেলা এবং ১-টি পৌরসভা নিয়ে গঠিত মানিকগঞ্জ-৩ নং আসনের সর্ব উত্তরাঞ্চল ধলেশ্বরী নদীতীরবর্তী ছনকা বাজার এলাকা থেকে শুরু বিশাল একটি ট্রলার যোগে দলীয় প্রতিক দাড়িপাল্লা খচিত টি-শার্ট পরিহিত জামায়াত নেতা-কর্মী বহর নিয়ে তিল্লি বাজার অতিক্রম করে কালিগঙ্গা নদী পথে গড়পাড়া, দিঘি, তরা ব্রিজ ও বেউথা ব্রিজ এলাকাসহ নবগ্রাম ইউনিয়নের দিঘুলিয়া হয়ে মানিকগঞ্জ পৌরসভা এলাকায় পথসভা করেন। এ সময় নদীর দু’পাশে জনতার সাথে মাওলানা দেলওয়ার হোসাইন হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং সালাম বিনিময় করেন। কোন কোন জায়গায় অল্প সময়ের মধ্যে দাড়িপাল্লা – দাড়িপাল্লা শ্লোগানে মুখরিত সাধারণ জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নৌ- পথের গণসংযোগে বক্তৃতা করেন মানিকগঞ্জ পৌরসভার জামায়াতেের আমির মাওলানা হুমায়ুন কবির, সদর উপজেলার আমির মোহাম্মদ ফজলুল হক, সাটুরিয়া উপজেলা আমির মোহাম্মদ আবু সাঈদ বিএসসি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মানিকগঞ্জ জেলা সহ-সভাপতি মোঃ হারুনুর রশিদ এবং মানিকগঞ্জ জেলা শাখার সদস্য কৃষিবিদ শামীম আলমামুন সাটুরিয়া উপজেলা সেক্রেটারি নাজির হেসেন, ও সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ মোঃ মাসুদ প্রমুখ।
এতে বক্তাগন আগমীমিতে বাংলাদেশকে দূর্নীতি মুক্ত, ন্যায়-ইনসাফের, আধুনিক উন্নত, মডেল, মানবিক, কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য জামায়াতে ইসলামীকে সমর্থন দিতে আহবান জানান।