পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (২০ আগষ্ট) বিকালে শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল চত্বর থেকে বিশাল শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটি শুরুর আগে খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল চত্বরে একটি ফলদ বৃক্ষের চারা রোপন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও স্বৈরাচার শেখ হাসিনার ট্রেন বহরে হামলা মিথ্যা মামলায় মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত হয়ে ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা জাতীয় বীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. জাকারিয়া পিন্টু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ইয়ামিন খাঁন। ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান এর সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনায় এবং ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মামুনুর রশিদ নান্টুর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন, প্রবীণ বিএনপি নেতা আহসান হাবিব, পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, বিএনপি নেতা আতাউর রহমান পাতা, ইসলাম হোসেন জুয়েল, আক্কাস আলী, আজিজুর রহমান শাহীন, মোঃ নান্নু রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, পৌর তাঁতী দলের সভাপতি খোন্দকার আমিরুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক খন্দকার তৌফিক আলম সোহেলসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সমন্বয় করেন পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মাহামুদুর রহমান ফুল জুয়েল।