সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান, জরিমানা

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১০:১১ পূর্বাহ্ণ

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে আশাশুনি  উপজেলার ঘোষপাড়া কচুয়া ও কাদাকাটি হাজিরহাট বাজার সহ বিভিন্ন জায়গায় অভিযানে ভেজাল দুধ, মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদ সহ নানা অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা পূর্বক ৫৩০০০/= টাকা আদায় করা হয়। আজ ১৯ শে আগষ্ট বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা- অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক মহোদয়ের অ‌র্পিত ক্ষমতাব‌লে, জেলা প্রশাসক সাতক্ষীরা মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার, আশাশুনি মহোদয়ের সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয় কর্তৃক বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহায়তায় আশাশুনি উপজেলায় এই অ‌ভিযান প‌রিচালনা করা হয়।
সকাল ১০:০০ টা হ‌তে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় আশাশুনি  উপজেলার ঘোষপাড়া কচুয়া বাজার এলাকায় অবস্থিত বিশ্বজিৎ ঘোষ ডেইরি (স্বত্বাধিকারী: বিশ্বজিৎ ঘোষ) দুধে বিভিন্ন ভেজাল দ্রব্য সয়াবিন তেল, জেলি, পানি, গ্লুকোজ মিশ্রণের অপরাধে ৪১ ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা আরোপ ও আদায় করা হয়। নিরাপদ খাদ্য অফিসার, সাতক্ষীরা জনাব দীপংকর দত্ত দুধের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন এবং ভেজাল সনাক্ত করেন। পাশাপাশি দুধের ভেজাল দেয়ার উপকরণসমূহসহ ভেজাল দুধ ধ্বংস করা হয়। এছাড়া আশাশুনি উপজেলার কাদাকাদি হাজিরহাট বাজারে অবস্থিত আহসান ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ৫১ ধারায় ১,০০০/- টাকা, ছাহেরা ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৫১ ধারায় ১,০০০/- এবং ব্যথিত স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ১,০০০/- টাকাসহ সর্বমোট ৫৩,০০০/= (তিপান্ন হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
সাতক্ষীরা জেলার পুলিশ লাইন্সের এর একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত বিশেষ অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সাতক্ষীরা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার জনাব দীপংকর দত্ত এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব), সাতক্ষীরা জেলা শাখার নির্বাহী সদস্য ইজতিয়াক আহমেদ জামিল অভিযানটি পরিচালনায় সহায়তা প্রদান করেন।
এ সময় অভিযানে থাকা কর্মকর্তারা বলেন, ভেজাল বিরোধী বাজার তদারকি অভিযানে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর