“অভয়াশ্রম গড়তে তুলি দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা হল রুমে মৎস্য সপ্তাহের উদ্বোধন, র্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নি সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন।
উপজেলার মৎস্যজীবী সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।