সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

আলীকদম সেনাজোনের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৮:৩০ অপরাহ্ণ

বান্দরবানের আলীকদম উপজেলায় উৎসবমুখর পরিবেশে আলীকদমে সেনাজোন ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) বিকালে বান্দরবান রিজিয়নের ব্যবস্থাপনায় এবং দি ম্যাজেস্টিক টাইগার্স আলীকদম সেনানিবাসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় আলীকদম সদর ইউনিয়ন ও ২নং চৈক্ষ্যং ইউনিয়ন দল।
রোমাঞ্চকর খেলায় চৈক্ষ্যং ইউনিয়ন একটি পেনাল্টির সুযোগ নষ্ট করলে খেলার ভাগ্য নির্ধারণ হয় একমাত্র গোলে। মোঃ জিহাদের অসাধারণ গোলেই আলীকদম সদর ইউনিয়ন ১–০ ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়নের ট্রফি ঘরে তোলেন।
বর্ণিত খেলায় প্রধান অতিথি ছিলেন ১৬ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ আতিকুল করিম পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম এবং আলীকদম থানার অফিসার ইনচার্জ মির্জা জহির,আলীকদম সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন,নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন প্রমূখ।
ব্যক্তিগত পুরস্কারেও ছিল সদর ইউনিয়নের আধিপত্য।
সেরা খেলোয়াড় নির্বাচিত হন অধিনায়ক মোঃ সোহেল, সেরা গোলদাতা মোঃ জাহিদ এবং সেরা গোলরক্ষক হিসেবে স্বীকৃতি পান মোঃ জিহাদ।
খেলা শেষে প্রধান অতিথি বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি, শৃঙ্খলা ও অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখতে ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি নিয়মিত এমন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আলীকদম উপজেলার চারটি ইউনিয়ন অংশ নেয়। এর মধ্যে আলীকদম সদর ইউনিয়ন ও ২নং চৈক্ষ্যং ইউনিয়ন ফাইনালে পৌঁছায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর