সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

গোপালপুরে বিএনপি নেতা খন্দকার আব্দুল মান্নানের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৭:৫১ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও গোপালপুর পৌরসভার সাবেক সফল চেয়ারম্যান জনাব খন্দকার আব্দুল মান্নানের ৩১তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। রবিবার (১৮ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে স্মরণ করে গোপালপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ উপলক্ষে সকালে মরহুমের কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং কোরআন খতমের আয়োজন করা হয়। বাদ আসর
খন্দকার আব্দুল মান্নান চেয়ারম্যানের বাড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা মরহুম খন্দকার আব্দুল মান্নানকে গোপালপুরের আপামর জনতার নেতা উল্লেখ করে বলেন, তিনি ছিলেন তৃণমূলের প্রিয় ব্যক্তিত্ব ও স্বচ্ছ রাজনীতির দৃষ্টান্ত।
উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক মেয় র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী মন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. আমিন ইসলাম এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজি লিয়াকত সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম সহ সভাপতি শাহজাহান ভিপি পৌর বিএনপি সম্পাদক মো চান মিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন ও খন্দকার আ: মান্নানের একমাত্র পুত্র কামরুজ্জামান বাবু, সহ আরো উপস্থিত ছিলেন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ব্যবসায়ী সংগঠন নেতৃবৃন্দ সর্বস্তরের জনতা।
নেতৃবৃন্দ বলেন, খন্দকার আব্দুল মান্নান সাহেবের সৎ, নিষ্ঠাবান ও ত্যাগী রাজনৈতিক জীবন আগামী প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। তাঁর শূন্যতা আজও গোপালপুরের মানুষ গভীরভাবে অনুভব করে।
আলোচনা সভা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর