বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন

ই-পেপার

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে নান্দাইলে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ):
আপডেট সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো ময়মনসিংহের নান্দাইল উপজেলায়ও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্যাপন করা হচ্ছে।
১৮ থেকে ২৪ আগস্ট ২০২৫ খ্রি. পর্যন্ত চলমান এ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সড়ক র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে  নরসুন্দা নদের পাড়ে এসে শেষ হয়ে নরসুন্দা নদের মাছের পোনা অবমুক্ত করা হয়।
সড়ক র‍্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, মৎস্যচাষি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, যুব উন্নয়ন কর্মকর্তা জিএম সেলিম রেজা প্রমুখ ।  সভায় বক্তারা বলেন— “দেশীয় মাছ রক্ষা, চাষাবাদ বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখা চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটিতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা,ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর