সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

অভয়নগরে চাকরির প্রলোভণে নারীকে ভারতে পাচার, যুবক আটক

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৫:৪০ অপরাহ্ণ

যশোরের অভয়নগরের এক গৃহবধূকে চাকরির প্রলোভন দিয়ে ভারতে পাচার এবং অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে বিল্লাল ফকির (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। গত শুক্রবার রাত আড়াইটার দিকে অভয়নগরের নওয়াপাড়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটক বিল্লাল হোসেন নড়াইল সদর উপজেলার চাকই মধ্যপাড়ার মাহামুদ ফকিরের ছেলে। বর্তমানে তিনি অভয়নগর উপজেলার মালাধরা গ্রামের বাসিন্দা। শনিবার তাকে যশোরে আদালতে সোপর্দ করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জোবাইদা রওশন আরা তার জবানবন্দি গ্রহণ করেন। পিবিআই সূত্র জানায়, স্বামী কিছুটা বাকপ্রতিবন্ধী হওয়ায় পাচারের শিকার ওই গৃহবধূ চাকরি খুঁজছিলেন। এই সুযোগ নিয়ে আসামি বিল্লাল হোসেন তাকে ঢাকায় গার্মেন্টেসে চাকরি পাইয়ে দেয়ার আশ্বাস দেন। এরপর ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর ঢাকায় চাকরি দেয়ার কথা বলে অভয়নগর উপজেলার সিংগাড়ি শিমনগর গ্রামের বাসিন্দা আসামি মরিয়ম খাতুন ও তার স্বামী মফিজের সহায়তায় কৌশলে অবৈধ পথে তাকে ভারতে নিয়ে যান বিল্লাল হোসেন। সেখানে নিয়ে যাওয়ার পর বেঙ্গালুরুর একটি ৫তলা ভবনে আটকে রেখে ওই গৃহবধূকে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করেছেন আসামি মরিয়ম খাতুন। চলতি বছরের ১২ মার্চ ভুক্তভোগী গৃহবধূ অভয়নগরে তার পূর্ব পরিচিত এক ব্যক্তিকে মোবাইল ফোন করে সকল ঘটনা খুলে বলেন। এরপর বিভিন্নভাবে তাকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে ওই গৃহবধূর পিতা বাদি হয়ে গত শুক্রবার রাতে ৩ জনকে আসামি করে অভয়নগর থানায় মামলা করেন।  এই মামলার প্রেক্ষিতে ওইদিন রাত আড়াইটার দিকে প্রধান আসামি বিল্লাল হোসেনকে আটক করেন পিবিআই যশোর’র এসআই শামীম হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর