ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (এফডিইবি’র) আয়োজনে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৬/০৮/২০২৫ খ্রিস্টাব্দ) শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে পৌর সদরের উজান ভাটি চাইনিজ রেস্টুরেন্টে ফোরাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এফডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জহির রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক মোঃ রমজান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম।
প্রধান অতিথি অধ্যাপক মোঃ রমজান আলী কিশোরগঞ্জের ইঞ্জিনিয়ারদের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বলেন, স্থানীয় ইঞ্জিনিয়ারদের সমস্যাগুলো সংশ্লিষ্ট উপদেষ্টা ও সচিবের কাছে তুলে ধরা হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ময়মনসিংহ জেলার সভাপতি মোঃ আনোয়ার হোসেন। এছাড়াও কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও তথ্য প্রদানকারী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, আইডিইবি কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আব্দুল কাইয়ূম প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইঞ্জিনিয়ারগণ অংশগ্রহণ করেন।