মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুর রফিক অসুস্থ হয়ে মানিকগঞ্জ মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে সিসিইউতে ভর্তি থাকায় শনিবার (১৬ আগস্ট) সকাল ৯ টায় দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা তাকে দেখতে যান ও তার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মাওঃ মোঃ মাসউদুর রহমান, উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম কুন্টু,প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, ইনকিলাবের প্রতিনিধি আমিনুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান, যুগান্তরের প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি এস কে রাসেল, সমাবেশের প্রতিনিধি মোঃ ওমর ফারুক, সবখবরের প্রতিনিধি আব্দুল আউয়াল, বুলেটিনের প্রতিনিধি মোঃ লুৎফর রহমান প্রমুখ।