সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

নাগরপুরে উপজেলা জামায়াতের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৯:৪৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন জামায়াত সভাপতি, সেক্রেটারি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীদের অংশগ্রহণে এক নির্বাচনী কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ আসনের জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন-৬  পরিচালক মির্জা রাশিদুল হাছান জুয়েল।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।
এসময় উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মো.গোলাম রব্বানী,সহ সাধারণ সম্পাদক হাফেজ আজিম উদ্দিন,উপজেলা যুব বিভাগের সভাপতি ডা.এম.এ.মান্নান,টাঙ্গাইল জেলা ছাত্রশিবির অর্থ সম্পাদক হাফেজ আব্দুল আলিম,উপজেলা ছাত্রশিবির সভাপতি মো.তোফায়েল আহম্মেদ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, আদর্শ সমাজ গঠনে নেতৃত্বের পরিবর্তন অপরিহার্য। ইসলামী মূল্যবোধ, ন্যায়-ইনসাফ এবং আমানতদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ একটি দায়িত্বশীল পদক্ষেপ। বক্তারা তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সংগঠনকে সুসংগঠিত করার আহ্বান জানান।
কর্মশালায় অংশগ্রহণকারীরা আগাম নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর