মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

ই-পেপার

চাটমোহরে ভেজাল দুধ তৈরির অপরাধে প্রাণের ৩ কর্মচারিসহ আটক ৯ 

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৮:২৬ অপরাহ্ণ

পাবনা এনএসআই এর তথ্য ও উপস্থিতিতে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার  কর্তৃক প্রান কোম্পানীর  অবৈধ কেমিক্যাল মিশ্রিত ভেজাল দুধ উৎপাদন বিরোধী অভিযান পরিচালনা করা হয়।  এরই প্রেক্ষিতে আজ সোমবার ২১ জুলাই জেলা প্রশাসক পাবনার নির্দেশক্রমে জেলা এনএসআই, পাবনার তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী কর্তৃক পাবনার চাটমোহরের ছাইকোলা ইউনিয়নের প্রানের ডিপোতে  অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধ কার্যক্রমের সাথে জড়িত প্রানের ৩ জন কর্মচারীর প্রত্যেককে  ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 
এছাড়াও চাটমোহর থানায় লাঙ্গলমোরা গ্রামে অভিযান চালিয়ে  কেমিক্যাল মিশিয়ে দুধ উৎপাদন করার অপরাধে ৬ জনকে আটক করে চাটমোহর থানায়  নিয়মিত মামলা দায়ের করা হয় ।
দীর্ঘদিন যাবৎ প্রাণ কোম্পানি পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ডিপোর দায়িত্ব প্রাপ্ত ৩জন কর্মচারী স্থানীয় অসাধু ব্যবসায়ীদের সাথে যোগসাজশে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দুধ তৈরী করে সারা বাংলাদেশে বিক্রি করে আসছে।
এসময় এনএসআই এর ১জন সহকারী পরিচালক সহ ১৭জন সদস্য, নিরাপদ খাদ্য অধিদপ্তর ও চাটমোহর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত প্রান কোম্পানীতে কর্মরত আসামিরা হলেন ফরিদপুর উপজেলার  জন্তিহার গ্রামের শহীদ আলী ছেলে মোঃ শামসুল ইসলাম (৩৬), সাঁথিয়া উপজেলার করমজা পূর্বপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে
নাজমুল হোসাইন (২৮), শাহজাদপুর চরাচিথুলিয়া গ্রামের মোজাম্মেল মন্ডলের ছেলে জহির রায়হান(২৭)।
চাটমোহর থানায় ৬ জন নিয়মিত মামলার আসামিরা হলেন  চাটমোহর উপজেলার লাঙ্গল মোড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৪৫), সেকেন্দার আলীর, খলিলুর রহমান (৬৫), সাইদুল ইসলামের ছেলে লিটন হোসেন (১৯), হযরত আলীর ছেলে নিজাম উদ্দিন (৫০), খবির উদ্দিনের ছেলে  রুবেল আহমেদ(২০), ফিরোজ আলীর ছেলে  মাজেদা(৩৪)।
উক্ত অভিযানে কেমিক্যাল  মিশ্রিত দুধ উৎপাদনের জন্য ৫০/৬০ টি ড্রাম ভর্তি সোডা, হাইড্রোজেন পার অক্সাইড, সোয়াবিন তেল, পাউডার,আঠাসহ অন্যান্য  সরঞ্জামাদি জব্দ ও ৩০০০ লিটার ভেজাল দুধ ধ্বংস করা হয়।
দীর্ঘদিন যাবৎ পাবনার চাটমোহরে  বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান প্রান কোম্পানিীর কর্মচারীরা স্থানীয় অসাধু চক্রের যোগসাজশে মানদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে দুধ উৎপাদন করে সারা বাংলাদেশে সরবরাহ করছিল।
উক্ত সফল  অভিযানের জন্য পাবনা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে সাধারণ সম্পাদক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এধরণের অভিযান অব্যহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর