বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

ই-পেপার

চাটমোহরে তিন মাদক ব্যবসায়ী আটক, জেল হাজতে প্রেরণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৮:২২ অপরাহ্ণ

পাবনার চাটমোহর পৌর সদরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী ও এক মাদক সেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত দুইজনকে ১শত টাকা অর্থদণ্ড ও ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। অপর মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়। বুধবার (১৬ জুলাই) আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।

আটককৃতরা হলো, চাটমোহর পৌর সদরের দোলবেদিতলা এলাকার মনোরঞ্জন দত্তর ছেলে মাদক ব্যবসায়ী দিলীপ দত্ত (৫৮), হান্ডিয়াল খন্দপাড়া এলাকার নবির উদ্দিন এর ছেলে মাদক সেবী আব্দুল মমিন (৩৮) ও ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী পশ্চিমপাড়া এলাকার মানিকুল্লাহ সরকারের ছেলে মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম (৫৫)।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে দিলীপ দত্ত অবৈধভাবে মাদকদ্রব্য মজুদ বিক্রি, প্রয়োজনে হোম ডেলিভারি পর্যন্ত করত। আমরা দীর্ঘদিন ধরে তার উপরে নজর রাখা হয়েছে। বগুড়া, দর্শনা সহ বিভিন্ন অঞ্চল থেকে দেশি-বিদেশি মদ চাটমোহরে নিয়ে এসে নিজ বাড়ি থেকে বিক্রি করতো। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের কর্তা বাবুরাও তার নিয়মিত খদ্দের ছিলেন। অপরদিকে অন্য দুই মাদক কারবারিকে নিজ নিজ এলাকা থেকে গাজা ও হিরোইন সহ আটক করা হয়।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, চাটমোহর উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিতভাবে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখছে। আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। মাদকদ্রব্য যুব সমাজ সহ সকলের ব্যাপক ক্ষতি করে তাই চাটমোহর থেকে মাদক নির্মূলে আমরা সর্বদা সচেষ্ট থাকবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর