বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন

ই-পেপার

রায়গঞ্জে অবৈধ বালু উত্তোলনে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে বােলু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টার দিকে রায়গঞ্জ  উপজেলার সলঙ্গা থানার ভূইয়াগাঁতী ফুলজোড় নদীর ব্রীজে প্রায়  ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ভুমি, নদী ও ব্রীজ ভাঙন রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি তুলে মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, মোকাদ্দেস হোসেন সোহান, সিরাজুল ইসলাম সোহাগ, সাইদুল ইসলাম, ফরিদুল ইসলাম, রাসেল মাহমুদ, রুবেল শেখ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনে ফুলজোড় নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলের জমি, ঘরবাড়ি, রাস্তা ঘাট ও বিভিন্ন স্থাপণা। বিশেষ করে ভূইয়াগাঁতী ব্রীজটি হুমকির মুখে রয়েছে। বিগত দিনে সরকারের নেতারা ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতেন। আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন করে একটি চক্র আবারও অবৈধভাবে বালু উত্তোলন শুরু করেছেন। উপজেলা প্রশাসন জরিমানা আদায়ের পরেও প্রভাবশালী মহলেরা আবারও অবৈধভাবে বালু উত্তোলনের পায়তারা করছে। আমরা দ্রুত এই বালু উত্তোলন বন্ধ চাই।
উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ঘুড়কা ইউনিয়নের নায়েব মুসসুর আলী সরেজমিনে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
তিনি মানববন্ধন কর্মসূচিতে বলেন, আপনারা ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দেন। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে একটি যথাযত ব্যবস্থা গ্রহণ করবেন।
এ সময় প্রায় ৩ শতাধিক এলাকাবাসী ও সচেতন মহল অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর