সলঙ্গা প্রতিনিধি :
বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল জাকের পার্টি। সারা বাংলার প্রতিটি মানুষের কাছে একটি সুপরিচিত সংগঠন। আর এই জাকের পার্টি যুবফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন,সিরাজগন্জের সলঙ্গা থানার আমশড়া গ্রামের কৃতিসন্তান আলমগীর হোসেন। গত ১৫ আগস্ট জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী এর স্বাক্ষরিত পত্রে তাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রদান করেন। আর এ খবর সিরাজগন্জে ছড়িয়ে পড়ায় নিজ এলাকা সহ জাকের পার্টির নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের বন্যা। এমনকি এলাকায় জাকের পার্টির রাজনীতিতে প্রাণ চান্চল্য ফিরে এসেছে। আলমগীর হোসেন ছোট বেলা থেকেই ছিলেন ইসলামী মনা,ধর্মভীরু আর অন্যদের চেয়ে ব্যতিক্রমী। ছাত্র জীবন থেকেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এক প্রতিবাদী কন্ঠস্বর।
রাজনীতিতেও তিনি একজন ব্যতিক্রমী রাজনীতিবিদ। রাজনীতি করে বড় হওয়া,চাওয়া পাওয়ার আশা নেই বলেই প্রথম থেকেই জাকের পার্টিতে যোগ দিয়ে রাজনীতি শুরু করেছেন। বিগত এমপি নির্বাচনে তিনি জাকের পার্টি হতে মনোনয়ন নিয়ে ৬৪- সিরাজগন্জ- ৩ ( রায়গন্জ,তাড়াশ- সলঙ্গা) এলাকার নির্বাচন করেছিলেন। আলমগীর হোসেন এক সাক্ষাৎকারে জানান,ছোট বেলা থেকেই আমি আলেম ওলামা আর পীরভক্ত। তাই জাকের পার্টিকে আমি ভালোবাসি। এলাকার গরীর, দু:খী, অসহায় মানুষের কল্যাণে কাজ করাই আমার নেশা। দল পরিবর্তন করে অন্য দলে গিয়ে ধন সম্পদ অর্জন বা গাড়ি-বাড়ি করার স্বপ্ন আমার নেই। আমার নির্বাচিত এলাকার জাকের ভাই-বোন সহ সম্মানীত ভোটারদের দোয়া আর আশীর্বাদ নিয়ে শেষ পর্যন্ত জাকের পার্টির দল করেই যাব। আগামী নির্বাচনে দল থেকে মনোনয়ন পেলে জাকের পার্টি হতে আবারও নির্বাচন করব ইনশাআল্লাহ।