সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :

ভাঙ্গুড়ায় নানা আয়োজনে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত

মোঃ ওমর ফারুক, ভাঙ্গুড়া(পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় দিন ব্যাপী নানা আয়োজনে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ শে জুন) বাংলাদেশ স্কাউটস ভাঙ্গুড়া উপজেলা, পাবনা কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ নাজমুন নাহার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুজ্জামান উপজেলা স্কাউটসের কমিশনার।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আতিকুজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজিমউদ্দিন ও কামরুজ্জামান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশ ও সমাজ সচেতনতায় বড় ভূমিকা রাখে। স্কাউটিং একজন শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে ওশিক্ষার্থীদের মাঝে দলগত কাজ, শৃঙ্খলা, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখে।
জানা গেছে, উপজেলার প্রাথমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৯২ জন স্কাউটস এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলন, প্রজেক্টরের মাধ্যমে প্রধান উপদেষ্টার অনুষ্ঠান উপভোগ করা। এরপর পাঁচটি স্টেশনে ভাগ হয়ে উপজেলা চত্বরে কার্নিভালে অংশগ্রহণকারী কাব স্কাউটরা বিভিন্ন খেলাধুলা, চিত্রাঙ্কন, কুইজ এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করে এবং ২০১৮ সালের শাপলা অ্যাওয়ার্ড অর্জিত স্কাউটস এর মধ্যে সনদ বিতরণ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা কমিশনার ও শরৎ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা, সাধারণ সম্পাদক ও মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, জেলা স্কাউটস এর সহ-সভাপতি ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন, কোয়ার্টার মাস্টার শাহিনুর রহমান, উপজেলা স্কাউটস এর সহ-সভাপতি শেখের কামাল রতন এবং সাবেক রাষ্ট্রদূত এম. হোসেন আলী মুক্ত মহা স্কাউটস গ্রুপের সিনিয়র রোভার মেট মোঃ ওমর ফারুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর