মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :

নির্বাচনে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে: রিজভী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ণ

আগামী জাতীয় নির্বাচন সময়মতো, অবাধ ও সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এবারের নির্বাচন হবে জনগণের দাবি ও প্রত্যাশার প্রতিফলন। আমরা সব সময়ই একটি যৌক্তিক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে।

শুক্রবার (২০ জুন) দুপুরে পাবনার চাটমোহরে অসুস্থ শ্রমিক দল নেতা আবু তাহের (তাহের ঠাকুর)-কে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তার চিকিৎসার জন্য ব্যক্তিগত ও দলীয় পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন রিজভী।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার পতন সহ্য করতে না পেরে পার্শ্ববর্তী রাষ্ট্র ষড়যন্ত্রে নেমেছে। বিশেষ করে লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের সাক্ষাৎ হওয়ার পর থেকে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক মহলের কিছু অংশ সক্রিয়।

তিনি বলেন, গণতন্ত্রের লড়াই এখনও শেষ হয়নি। ১৬ বছর ধরে হাজারো নেতা-কর্মী নিপীড়নের শিকার হয়েছেন, অনেকে গুম হয়েছেন, কারাবরণ করেছেন। কিন্তু আমরা শেখ হাসিনার দমন-পীড়নের কাছে মাথা নত করিনি। মিডিয়া কন্ট্রোল করে সরকার সব সময় সত্য আড়াল করার চেষ্টা করেছে।

তাহের ঠাকুরের প্রসঙ্গে রিজভী বলেন, লোহার খাঁটিতে কাজ করে সংসার চালালেও তিনি দলের জন্য অসামান্য ত্যাগ স্বীকার করেছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি চাটমোহর উপজেলা শ্রমিক দলের নেতৃত্ব দিয়েছেন। তার এই মানবেতর অবস্থার খোঁজ নিয়ে তারেক রহমান সহানুভূতি জানিয়েছেন এবং সার্বিক সহযোগিতার নির্দেশ দিয়েছেন।

এ সময় পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, তাহের ঠাকুরের ছেলে ও চাটমোহর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বরিউল করিম গোলাম, এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নেতা আশরাফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তাহের ঠাকুরের রাজনীতিতে রয়েছে তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা। তিনি চাটমোহর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি হিসেবে দলের জন্য নিরলসভাবে কাজ করেছেন। সম্প্রতি তার অসুস্থতা ও মানবেতর জীবনযাপন নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এরপর তিনি নেতাকর্মীদের ওই নেতার খোঁজখবর নিতে এবং আর্থিক সহায়তা প্রদান করতে নির্দেশনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর