পাবনার ভাঙ্গুড়ায় ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ নেতা মেহেদি হাসান মামুন (২৮) কে আটক করেছে পুলিশ। বুধবার (১৮জুন) বিকালে পৌরশহরের ভাঙ্গুড়া বাজার এলাকায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়েছে। মামুন ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লোকমান হোসেনের ছোট ছেলে।
জানা গেছে, গত ৫ ই আগস্ট হাসিনা সরকারের পতনের পরে স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ গা ঢাকা দিলেও ছাত্রলীগ নেতা মামুন এলাকাতেই ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় আওয়ামী লীগকে সংগঠিত করতে গোপনে দলীয় কার্যক্রম পরিচালনা করার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ডেভিল হান্ড অভিযানের অংশ হিসেবে ছাত্রলীগ নেতা মামুনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।