প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় সংঘবদ্ধ একটি অপহরণ চক্রের হাত থেকে ভাগ্য ক্রমে রক্ষা পেল চতুর্থ শ্রেণীর আট বছরে শিশু সুস্মিতা খাতুন। আটঘরিয়া উপজেলা সদর দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণি ছাত্রী।
আজ বুধবার ১৮ জুন কালো মাইক্রোবাসে করে ওই চক্র অপহরণ কালে ওই মেয়ের বুদ্ধিতে ও সাহসিকতা জন্য রক্ষা পেল।ঘটনার বিবরণে জানা গেছে, আটঘরিয়া পৌরসভার ৭ নং ওয়াডের বরুরিয়া গ্রামের রাজমিস্ত্রী খলিল হোসেন এর মেয়ে সুস্মিতা
ঘটনার দিন সকাল ১১ টার দিকে মৃত হায়দার আলীর বাড়ি থেকে প্রাইভেট পড়ে বাড়িতে যাওয়ার পথে উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে পৌঁছালে তাকে লক্ষ করে পিছন থেকে একটি কালো মাইক্রোবাস এসে থামে।
এসময় অপহরন চক্রের সদস্যরা মাইক্রোবাস থেকে নেমে এসে সুস্মিতাকে বলে তোর বোনের বান্ধবী তোকে আমাদের সাথে যেতে বলেছে এ কথা বলেই সুস্মিতাকে জোরপূর্ব ওই অপহরণকারি চক্রটি মাইক্রোবাসে ঠেলে তুলে নেয়।
সে সময় কালো মাইক্রোবাসে আরো দুইজন শিশু ও এক মহিলা ভিতরে কালো মুখোশ পরে বসা ছিল।
ঘটনা স্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে টেবুনিয়া বাজারে বনলতা মিষ্টির দোকানের সামনে মাইক্রোবাসটি থেমে ভেতর থেকে একজন কিছু কেনার জন্য নামে।
এই সুযোগে সুস্মিতা জানালা দিয়ে তার বাড়ির পাশের নানি সম্পর্কে এক মহিলাকে দেখে দ্রুত মাইক্রোবাস থেকে নেমে এসে নানিকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে বলে আমাকে বাঁচাও। এবং তুলে আনার ঘটনা বনর্না দেয়।
অবস্থা বেগতিক দেখে মাইকোবাস দ্রুত সেই স্থান ত্যাগ করে আরো মাইক্রো বাসের ভিতর থাকা দুই শিশু ভাগ্যে কি ঘটেছে তা জানা সম্ভব হয়নি। এ বিষয়টি আটঘরিয়া থানা পুলিশকে জানালে তারা সুস্মিতার বাড়িতে এসে খোঁজখবর নেন।