গতকাল (১৭ জুন) রাতে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদা ঘোড়ামারা গ্রাম থেকে ছিনতাই হওয়া অটোরিকশার ঘটনায় ঈশ্বরদী থানায় দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামের মৃত আজাহার সরদারের ছেলে সুমন সরদার (২৬), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে সুখি খাতুন (১৮), নাটোরের লালপুর উপজেলার ইসলামপুর এলাকার সাহু বিশ্বাসের মেয়ে তনিমা আক্তার তমা (২১) এবং একই এলাকার আব্দুর রশিদের মেয়ে আঁখি খাতুন (২০),। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুর নুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে ছিনতাই এর অভিযোগে মামলা দায়ের করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।