পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্য বাহি শিক্ষা প্রতিষ্ঠান পারখিদিরপুর ডিগ্রি কলেজে ২০২৫ এর পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আজ ১৭ জুন সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
পারখিদিরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম নাজমুল হক এর সভাপতিত্বে এসময় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের সভাপতি ও মাজপাড়া ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন, উপাধ্যক্ষ হাবিবুর রহমান, বিদ্যুৎসাহী মাওলানা মো: নাছির উদ্দীন, অভিভাবক সদস্য আতিয়ার রহমান প্রমুখ।
পারখিদিরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম নাজমুল হক জানান, ২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি পরিক্ষায় আমাদের কলেজ থেকে মোট ১২১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ০৫ জন, মানবিক বিভাগ থেকে ১১৩ জন,ব্যবসা বাণিজ্য বিভাগ থেকে ০৩ জন। আশা করি প্রতি বছরের চেয়ে এবারও ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করবে।