মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :

ভলিবল রেফারি প্রশিক্ষণ ২০২৫ এর সেরা ভাঙ্গুড়ার সাখাওয়াত হোসেন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ২:২৮ অপরাহ্ণ

ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স-২০২৫ এর ফলাফলে প্রথম স্থান অর্জন করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার ছেলে সাখাওয়াত হোসেন। প্রশিক্ষণে সর্বোচ্চ ২৫০ নম্বর পেয়ে শীর্ষস্থান অর্জন করেন।

তিনি ভাঙ্গুড়া পৌর শহরের চৌবাড়ীয়া মাষ্টার পাড়া মহল্লার আলহাজ্ব শেখ আব্দুস সামাদ মাষ্টারের ছেলে।

সম্প্রতি ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্সের ফল প্রকাশ করে বাংলাদেশ ভলিবল রেফারিজ এসোসিয়েশন।ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্সের কোর্স প্রশিক্ষক আন্তর্জাতিক ভলিবল রেফারি হুমায়ূন মোর্শেদ ও কোর্স পরিচালক জাতীয় ভলিবল রেফারি মো. শহীদুল ইসলাম‌ সাক্ষরিত এই তালিকা প্রকাশ করা হয়।

জানা যায়, সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকার আয়োজনে এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত পাঁচদিন ব্যাপী ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়। গত ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত পাঁচদিন ব্যাপী সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

তীব্র এ প্রতিযোগিতায় ১৪১ জনের তালিকায় প্রথম স্থান অধিকার করেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকার ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) ২০২৪ ব্যাচের শিক্ষার্থী শেখ সাখাওয়াত হোসেন।

সাখাওয়াত হোসেন একজন বহুমাত্রিক ও বহু গুণে গুণান্বিত শিক্ষিত যুবক। কোনো একক পরিচয়ে তাঁকে সীমাবদ্ধ করা সম্ভব নয়। সাখাওয়াত হোসেন একাধারে ভাঙ্গুড়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির ক্রীড়া সাংবাদিক, ভাঙ্গুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক, স্বনামধন্য ধারাভাষ্যকার, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার, সময়ের কণ্ঠস্বরের পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে শেখ সাখাওয়াত হোসেন বলেন, উপজেলার শরৎনগর সিনিয়র ফাজিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আব্দুল হামিদ স্যারের অনুপ্রেরণাতেই আজ তিনি পেশাদার রেফারি হিসেবে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের অন্তর্ভুক্ত হলেন।

তিনি আরও বলেন, প্রশিক্ষণ কোর্সে এতো বেশি প্রত্যাশা ছিল না। তারপরও প্রথম স্থান অধিকার হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমার ফলাফলের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আমার কলেজের সম্মানিত প্রভাষক ও সহকর্মীবৃন্দ। ভলিবল রেফারিংয়ে ক্যারিয়ার গড়তে সবার দোয়া ও ভালোবাসা চেয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর