ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করতে পাবনার ভাঙ্গুড়ায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী একটি নামাজ প্রতিযোগিতা। শিশু-কিশোরদের মাঝে ইসলামী অনুশাসন ও সালাতের গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে প্রতিযোগিতায় অংশ নেয় ৪৪ জন শিশু-কিশোর। তাদের প্রত্যেককে পুরস্কৃত করা হয়েছে।
সোমবার (১৬ জুন) সকালে পার-ভাঙ্গুড়া ইউনিয়নের চরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানমালায় অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার প্রত্যেককে একটি করে স্কুল ব্যাগ, সেরা পাঁচজনকে একটি করে ছাতা ও ব্যাগ এবং সর্বোচ্চ অনুশাসন মেনে চলা চারজন ‘সেরাদের সেরাকে দেওয়া হয় একটি করে নতুন বাইসাইকেল।
এ আয়োজন করে পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিএসডিও)। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধে গড়ে তুলতে এ কার্যক্রমের সূচনা করা হয়েছে, এবং নিয়মিতভাবে তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে শিশু-কিশোর ছাড়াও অভিভাবক ও এলাকাবাসীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
পিএসডিও-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আব্দুল করিম, পিএসডিও’র উপদেষ্টা ওমর ফারুক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং অংশগ্রহণকারীদের অভিভাবকরা।
অনুষ্ঠান শেষে সবার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি ধর্মীয় পরিবেশে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।