পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাপ্তাহিক ও অনলাইন “চলনবিলের আলো” সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আসসালামু আলাইকুম..।
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মুসলিম-উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশির উৎসব। মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন ঈদ।
এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বাংলায় ও সারা বিশ্ব। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। এই পবিত্র দিনে আমরা যেনো পারস্পারিক সৌহার্দ্য বজায় রেখে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেই। পবিত্র ঈদুল আযহার এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল বিভেদ। সকল মুসলমানদের জীবনে অনাবিল সুখ, শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে দুটি ঈদ। ঈদ-উল ফিতর ও ঈদুল আযহা।
যারা নারীর টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাড়ী ফিরছেন ও কোরবানীর পশু নিয়ে বিক্রির আশায় রাজধানীর বিভিন্ন শহরে গেছেন তাদের নিরাপদে বাড়িতে ফেরার প্রত্যাশা করছি। ঈদে সময় নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করছি।
যে সকল ব্যক্তি কোরবানী করবেন তাদের প্রতি বিনীত আহবান পশুর রক্ত ও বর্জ্য দুরে ও নিরাপদ স্থানে গর্ত করে পরিবেশ সম্মত রাখবেন।
পবিত্র ঈদুল আযহায় পাঠকপ্রিয় সংবাদপত্র সাপ্তাহিক চলনবিলের আলো ও দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চলনবিলের আলো ডটকম’র সকল সাংবাদিক, বিজ্ঞাপন দাতা, পাঠক ও শুভানুধায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনাদের দোয়া, সহযোগিতায় ও ভালোবাসায় আরো এগিয়ে যাবে চলনবিলের আলো এই প্রত্যাশা করি। সবশেষে আমাদের কুরবানী আল্লাহ যেনো কবুল করেন এবং বিশ্ববাসীকে আল্লাহ হেফাজত করেন। দারিদ্রমুক্ত ও প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আসুন এই ঈদুল আযহায় আমরা নেই দীপ্ত শপথ। প্রিয় দেশবাসীর সার্বিক উন্নতি ও কল্যাণ সহ ঈদের এই শুভক্ষণে সকলের জীবনে সুখ, শান্তি ও সম্মৃদ্ধি বর্ষিত হোক এই কামনা করছি। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে-
মোঃ রফিকুল ইসলাম রনি
সম্পাদক ও প্রকাশক
চলনবিলের আলো