পাবনায় বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। পাবনা সদর থানাধীন অনন্ত বাজারস্থ পৌর মার্কেট এলাকায় সফল অভিযান পরিচালনা করে স্বপন কুমার সরকার ওরফে মনি সরকার এর মুদি দোকানের সামনে থেকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সানজানা আফরিন পার্বন (২৭) ও মো: ওমর আলী (৩২) দম্পতিকে আটক করা হয়। আটককৃত সানজানা আফরিন পার্বন পাবনা সদর থানার দক্ষিণ রাঘবপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ও ওমর আলী পাবনা সদর থানার বলরামপুর গ্রামের মৃত কালামের ছেলে।
ডিবি পুলিশ জানায়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। পাবনা জেলা পুলিশ সুপার মো: মোরতোজা আলী খাঁনের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো: মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে শুক্রবার (৬ জুন) সকাল ৬ টা ১০ মিনিটে এ অভিযান চালানো করা হয়। জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্দুল লতিফ ও সঙ্গীয় ফোর্স এ অভিযানটি পরিচালনা করেন।
এ বিষয়ে ডিবি পুলিশের ওসি মো: রাশিদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী পাবনা সদর থানায় নিয়মিত মামলা রুজু করে জেলা যাতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, পাবনাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। সমাজের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।