বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে উদ্ধারকৃত বিষ্ণু মূর্তি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নিকট হস্তান্তর আলীকদমে পিআইও’র অফিস ঘেরাও করেছেন চেয়ারম্যান-মেম্বার আটঘরিয়ায় পৃর্ব বিরোধের জেরে বাড়ি ঘর ভাংচুর নারীকে পিটিয়ে জখম ভার্টেক্স ওয়ার্ল্ডে পদোন্নতিসহ এক্সক্লুসিভ কার পেলেন হীরা গণিত প্রতিযোগীতায় উপজেলা সেরা ইমন ঝালকাঠি জেলা স্কাউটের আয়োজনে জুলাই বিপ্লবের শহীদের স্মরণে প্রতিযোগিতা  উল্লাপাড়ার কৃষিভিত্তিক কয়েকটি গ্রাম এখন মাছচাষের পুকুরে বন্দি ; ডিপকলটি দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে “নান্দাইলে গড়ে উঠেছে বাঁশের মাচা চৌকি: গ্রামীণ ঐতিহ্যে নিরাপত্তা ও সচেতনতার ব্যতিক্রমী দৃষ্টান্ত”

গুরুদাসপুর পৌর প্রশাসকের কাছে ক্ষমা চাইলেন কর্মকর্তা-কর্মচারীরা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৫:০০ অপরাহ্ণ

অনাকাঙ্খিত ঘটনার জন্য নাটোরের গুরুদাসপুর পৌর প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভা চত্বরে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে ক্ষমা প্রার্থণা করেন তারা।

জানা যায়, গত ৮ জানুয়ারী গুরুদাসপুর পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন নবাগত ইউএনও ফাহমিদা আফরোজ। আর ২৬ ফেব্রুয়ারী পৌরসভার সামনে ২৮ মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা। এরমধ্যে ৭ মাসের বেতনও পেয়েছেন তারা। কিন্তু আন্দোলনের সময় নিয়ম ভেঙ্গে টায়ার জ্বালানো হয়। পৌর প্রশাসকের বিরুদ্ধে শ্লোগানও দেয়া হয়। এ ঘটনায় ৫ জন কর্মকর্তা কর্মচারীকে শোকজ করেন পৌর প্রশাসক।

পৌর পরিষদের পক্ষে ক্ষমা চেয়ে বক্তব্য রাখেন মো. শফিকুল ইসলাম, সুফি মো. আবু সাইদ, সোহেল সরদার ও কোহিনুর খাতুন। আন্দোলনে অনাকাঙ্খিত ঘটনায় ভুল বুঝতে পেরে পৌর প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান তারা।

গুরুদাসপুর পৌর প্রশাসক ও ইউএনও ফাহমিদা আফরোজ বলেন- আমি শুনেছি, পৌরসভার কিছু কর্মচারী ক্ষমা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। সরকারি কর্মচারীদের বিধিমালা রয়েছে। তারা বিধিমালা ভঙ্গ করায় বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ইতিমধ্যে তাদের কাছে দুই দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা সত্যি অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থণা করে থাকলে বিষয়টি নিয়মতান্ত্রিকভাবেই বিবেচনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর