সিংড় প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগষ্ট (শনিবার) সকালে নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন পরিষদের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ দিন শোক আর শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের স্মরণে নীরবতা পালন, বিশেষ দোয়া, বৃক্ষরোপন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। ইউনিয়ন পরিষদের হল রুমে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুকাশ ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব আজহারুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল জলিল, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আউয়াল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম আলহাজ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, আইন বিষয়ক সম্পাদক এ্যাড, সুনিল চন্দ্র, ইউনিয়ন আ’লীগের উন্নতম সদস্য মোঃ সুলতান আহমেদসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ।