বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

সিংড়া উপজেলার কবি মাহবুব মান্নানের জীবনী পরিচিতি ; গ্রন্থনায় কবি নুরুজ্জামান সবুজ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ৯:০০ পূর্বাহ্ণ

#চলনবিল_বিধৌত_কবি_ও_সাহিত্যিক_যারা
—-গ্রন্থনায়: কবি মো নুরুজ্জামান সবুজ
আজকে তুলে ধরবো চলনবিল অঞ্চলের নাটোর জেলার #সিংড়া_উপজেলার কবি ও সাহিত্যকগণের মধ্যে থেকে কবি মাহবুব মান্নানের জীবন বৃত্তান্ত ।
নাম – মাহবুব মান্নান,পিতা – আব্দুল হামিদ প্রামানিক মাতা –  মজিরন্নেছা প্রামানিক জন্ম – ১৬ জানুয়ারী ১৯৭০ সাল, শিক্ষা – হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি, রাজশাহী বিশ্ববিদ্যালয়।লেখালেখি ও সাংস্কৃতিক কর্মকাণ্ড -লেখা শুরু ছোটগল্প ও নাটক দিয়ে, প্রথম ছোট গল্প – দোররা, নাটক – মঙ্গা, যা এইসব দিনরাত সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছিল।কর্মসুত্রে ঢাকায় থাকাকালীন বহু গল্প নাটক বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। শিল্প সাংস্কুতির প্রতিটি ক্ষেত্রেই জরিয়ে পড়া ছাত্রজীবনে। সাংস্কৃতিক সংগঠন ” বাংলাদেশ গনশিল্পী সংস্থা” এর আজীবন সদস্য। সেই সূত্রে গণসঙ্গীত কবিতা আবৃত্তি ও মঞ্চনাটকে হাতেখড়ি ছাত্রজীবন থেকেই। ঢাকায় থাকাকালীন নাট্য সংগঠন ” দেশ নাট্যদল” এর হয়ে বহু মঞ্চনাটকে অঅিনয়। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দের নিয়মিত নাট্যলিল্পী হিসাবে পঞ্চাশর্ধ নাটক জীবন্তিকায় অভিনয়।
কবিতা লেখার শুরু আনুমানিক ১৯৯২ সাল হতে, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ – দ্রোহের কাব্য (২১শের বইমেলা’২০১৮)দ্বিতীয় কাব্যগ্রন্থ – কালো মেয়ের কাব্য ( ২১শের বইমেলা ২০১৮)প্রকাশিত অপ্রকাশিত মিলে মোট কবিতার সংখ্যা  প্রায় ৫৫০টি, ছোটগল্প – প্রায় ২০ টি, নাটক জীবন্তিকা – প্রায় ২৫টি।ফেসবুক আইডি – মাহবুব এ মান্নান।পুরস্কার প্রাপ্তি – কবি আবুল হোসেন স্মৃতি সম্মাননা পুরস্কার ঢাকা ২০১৮,তপোবন প্রকাশনী কলকাতা ভারত ‘ হতে সেরা কবি সম্মাননা পুরস্কার ২০১৯। এছাড়াও অনলাইন ভিত্তিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে সম্মাননা প্রাপ্তি।বর্তমান পেশা ব্যবসা,বসবাস – শোরকোল, সিংড়া, নাটোর, নিজ বাড়িতে।
#তথ্য_সংগ্রহঃ চলনবিলের কিংবদন্তি,চলনবিলের গুণীজন,সাহিত্য কাগজ ভাঙন।
#আয়োজকঃ চলনবিল সাহিত্য সংসদ।
#প্রকাশনা_অনলাইন_মিডিয়া: ” নৈতিক ভাঙ্গুড়া” এবং” দৈনিক চলনবিলের কথা” ।
#আগামীকাল_প্রকাশিত_হবে
কবি লতিফ মাহমুদের জীবন বৃত্তান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com