সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে তিল বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন সুমী সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কমকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত তিল বীজ ও সার বিতরণীর উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, ২০২৪-২০২৫ অর্থ বছরে গ্রীষ্ম কালীন জন প্রতি কৃষক ১ বিঘা জমি চাষের জন্য ১ কেজি তিল ব্রীজ, ডিএপি সার ১০ কেজি, এমওপি ৫ কেজি করে মোট ১০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আসয়াদ বিন খলিল রাহাত সহ কৃষক ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।