চৌহালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,সমন্বয় এবং গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মতবিনিময় করছেন সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) দুপুরে চৌহালী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জুয়েল মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চৌহালীতে
নবাগত জেলা প্রশাসক এর আগমন উপলক্ষে মতবিনিময় সভায়(হাউজ) উপজেলা পরিষদ এর নতুন জমিতে ভবন নির্মাণে দ্রুত টেন্ডার আহ্বান(বাস্তবায়ন) ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনে ভুমি অধিগ্রহণে মিনিস্টারী প্রতিবেদন দ্রুত বাস্তবায়নে নবাগত জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ, উপজেলা পরিষদ এর সকল সরকারি দপ্তর থেকে দখল মুক্ত করুন চৌহালী সরকারি কলেজ, কে আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও খাষকাউলিয়া ফাজিল মাদরাসা এমন দাবি শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক মন্ডলীদের।
এ সময় উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, মো, মাসুদ রানা,
মৎস্য অফিসার তানভীর হাসান মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও হেকমত আলী, প্রাণি সম্প্রসারণ কৃষিবিদ ডা: জান্নাতি, সমাজসেবা অফিসার মামুনুর রহমান,উপজেলা প্রকৌশলী ফজলুল রহমান তালুকদার, খাষপুকুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, ঘোরজান ইউপি চেয়ারম্যান রমজান আলী, আনসার ও ভিডিপির প্রশিক্ষক আবদুল মান্নান মৃধা ও জ্যেষ্ঠ সহকারী শফিকুল ইসলামসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়গন,জামায়াত আমির মাও আব্দুর শালে, আবুল বাশার, গণমাধ্যমকর্মীসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।