পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৭ জানুয়ারি সারাদিন ব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ক্রীড়া অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মিনহাজুল ইসলাম।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উক্ত বিদ্যালয় এর প্রধান শিক্ষক মাহবুবা খাতুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবোত্তর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, সোনালী ব্যাংক আটঘরিয়া শাখার ম্যানেজার সাইফুল ইসলাম, আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক বাবুল আক্তার, সহকারী প্রোগ্রামার (ব্যানবেইজ) কর্মকর্তা দেবব্রত চক্রবর্তী, আটঘরিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আছিম উদ্দিন, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, দেবোত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন মোল্লা প্রমুখ।
ধারা বর্ণনায় ছিলেন সহকারী শিক্ষক মোনায়েন খান, শামীম আহমেদ, শামসুল ইসলাম, আনোয়ার হোসেন।
উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন ইভেন্টের মধ্যে দিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়। শিক্ষক/শিক্ষার্থী অভিভাবক এলাকার সুধীজন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।