সিংড়া(নাটোর)প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ১৯ জনের মাঝে আর্থিক চেক বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সমাজসেবা ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হ্রদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে আর্থিক সহায়তার ৯ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকি,উপজেলা সমাজসেবা অফিসার আতিকুর রহমান প্রমূখ। এর আগে প্রতিমন্ত্রী একজন প্রতিবন্ধী কে হুইল চেয়ার প্রদান এবং স্বাস্থ্য কর্মীদের মাঝে ৬৫০ পিস এন নাইন্টি মাস্ক প্রদান করেন।