মোঃ উজ্জ্বল হাওলাদার বরগুনা জেলা প্রতিনিধি: –
পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও পটুয়াখালী জেলা যুবলীগ’র যুগ্ন সাধারনত সম্পাদক শামীমুজ্জামান কাশেমের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এসময় একটি দোকান ভাংচুর করা হয়। তিনি দৌড়ে একটি বাড়িতে আশ্রয় নেন। তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। রবিবার দুপুরে মোল্লা বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত শামীমুজ্জামান কাশেম জানান, তুনি ব্যবসায়ীক কাজে এই এলাকায় গিয়েছিলেন। ঘটনার সময় স্থানীয় হেলাল মোল্লার দোকানে অবস্থান করছিলেন। ৫/৬টি মটরসাইকেল যোগে মুখোশধারী সন্ত্রাসীরা ওইখানে গিয়ে কোন কিছু বোঝার আগেই বেধড়ক হামলা চালায়। তাদের প্রত্যেকের হাতে রামদাসহ অস্রছিল বলে শামীমুজ্জামান কাশেম জানান।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, খবর পেয়ে, তিনি তাৎক্ষণিক আহতকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা কারেছেন। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। হামলাকারীদের খুজে বের করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।