নাটোর শহরের ফুটপাত দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে শহরের ছায়াবাণী মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেন এর পরিচালনায় এ উচ্ছেদ অভিযান শুরু করে সড়ক ও জনপদ বিভাগ।
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম জানান, মানুষ যেন ফুটপাত দিয়ে নিরাপদে চলাচল করতে পারেন। নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সে জন্য এ অভিযান। ফুটপাত দখলমুক্ত করতে বার বার নোটিশ দেওয়ার পরেও ফুটপাত ছাড়েনি তারা। ভবিষ্যতে শহরের কোনো ফুটপাত দখল করে দোকানপাট বসানো এবং দোকানের মালামাল রাখা যাবে না বলে মাইকিং করা হয়েছে।