“নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তা” এই স্লোগানকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় ২ জানুয়ারি “জাতীয় সমাজসেবা দিবস” ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
আটঘরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার ২ জানুয়ারি সকালে আয়োজিত র্র্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম।
আটঘরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন এর সঞ্চালনায় এ সময় র্র্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সানজিদা মুস্তারি, প্রকৌশলী কর্মকর্তা বাকী বিল্লাহ, স্বাস্থ্য প: প; কর্মকর্তা টার আব্দুল্লাহ আল আজিজ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবীর কুমার দত্ত, মৎস্য কর্মকর্তা এসএম নাজমুল হোসেন, নির্বাচন কর্মকর্তা রোকসানা নাসরিন, আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন আক্তার, সমবায় কর্মকর্তা জাঁকিয়া সুলতানা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ অনেকেই।
এসময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন জানান, ৪০ জনের মাঝে ২০ লাখ টাকা সুদ মুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। ৮ জন প্রতিবন্ধীদের মাঝে ৩ লাখ ৫০ হাজার টাকা, ৪ জনকে নাগরিক প্রতিবন্ধী কার্ড ও ১০ জন ভিক্ষুকের মাঝে ছাগল বিতরণ করা হয়।